ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় অস্ত্র-গুলি-বোমাসহ আটক ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
শার্শায় অস্ত্র-গুলি-বোমাসহ আটক ৫

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি তাজা হাত বোমা, তিনটি রামদা ও তিনটি পাসপোর্টসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরাদনগর এলাকা থেকে তাদের ধরা হয়।

আটকরা হলেন, বনমান্দার গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আলী হোসেন (৪৫), ঝিকরগাছা উপজেলার বোল্লা মাঝের পাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৬), একই এলাকার আইয়ুব আলীর ছেলে ফারুক হোসেন (২১), সাহেব আলীর ছেলে হৃদয় হাসান টগর (২১) ও হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, গোপন খবর আসে কয়েকজন একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। পরে অভিযান চালিয়ে ধরা হয়। উদ্ধার করা হয় অস্ত্র।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এজেডএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।