ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলগাজী-পরশুরামে বন্যার্তদের ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ফুলগাজী-পরশুরামে বন্যার্তদের ত্রাণ বিতরণ বন্যাকবলিত ফেনীর মানুষ/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিমের পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

এর আগে নিজাম হাজারী স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুলগাজী ও পরশুরামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী পুলিশ সুপার এস এম জাহাঙ্গির আলম, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী জেলা আওয়ামলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, পরশুরাম পৌরসভার মেয়র ও ফেনী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, সোনাগাজী পৌরসভার রফিকুল ইসলাম খোকন, ফেনী পৌর সভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, ফেনী জেলা পরিষদ সদস্য সফিকুল হোসেন মহিম, পরশুরাম বিআরডিবির চেয়ারম্যান মো. ইয়াছিন শরীফ মজুমদার। এছাড়াও স্থানীয় পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির চাপে নদীর বাঁধ ভেঙে গেল সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বন্যায় পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ৯টি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ফসলি জমি, বীজতলাসহ অসংখ্য পুকুরের মাছ ভেসে যায়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।