ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মধুপুরে এক নারীর ঘর থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
মধুপুরে এক নারীর ঘর থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী মজিরচালার আশ্রয়ণ কেন্দ্রের মরিয়ম (৩৫) নামে এক নারীর ঘর থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ওই গাঁজা উদ্ধার করলেও মরিয়মকে আটক করতে পারেনি। অভিযানের পর ওই আশ্রয়ণ কেন্দ্রের ঘটনাস্থল পরির্দশন করেন মধুপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর কবির।

আশ্রয়ণ কেন্দ্রের সাধরণ সম্পাদক আক্তার হোসেন জানান, মরিয়ম আশ্রয়ণ কেন্দ্রের জনৈক শরাফত আলীর মেয়ে। স্বামী পরিত্যক্তা মরিয়ম অনেকদিন ধরে বাবা শরাফতের সঙ্গে আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করে আসছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, অল্প পরিমাণ গাঁজার মজুদ বিষয়ে খবর পেয়ে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক ঘটনাস্থলে গিয়ে মরিয়মের খোঁজ করতে থাকেন। টের পেয়ে মরিয়ম কৌশলে বাড়ি থেকে সটকে পড়েন। পরে ঘরের তালা ভেঙে ৪৬ কেজির ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘরের মালিক বৃদ্ধ শরাফতও অনুপস্থিত ছিলেন। মধুপুর থানায় ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ মরিয়মকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।