ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ভৈরবে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে পুকুর থেকে সম্রাট (১২) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় রেল স্টেশন সংলগ্ন রেলওয়ের বড় পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সম্রাট ভৈরব রেলওয়ে স্টেশন এলাকার ফল বিক্রেতা ফরিদ মিয়ার ছেলে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, রেলওয়ের বড় পুকুরে মাছ মরে ভেসে উঠার কারণে এলাকার শিশুরা ওই পুকুরে মাছ ধরতে নামে। এসময় সম্রাট পুকুরে মাছ ধরতে পুকুরে নামলে সে পানিতে তলিয়ে যায়। পরে তার মরদেহ পানিতে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে।

সম্রাটের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার (২৪ জুলাই) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।