ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
দিনাজপুর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

এর মধ্যে গাইবান্ধা জেলার ৩টি প্রতিষ্ঠান, লালমনিরহাটের ৪টি, রংপুরের ৩টি, কুড়িগ্রামের ২টি, ঠাকুরগাঁওয়ের ২টি, নীলফামারীর ১টি এবং দিনাজপুর জেলার ১টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। তবে রংপুর বিভাগের একমাত্র জেলা পঞ্চগড়ে কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠান নেই।

যে সকল প্রতিষ্ঠানের কেউ পাস করেনি সেগুলোর মধ্যে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ, কামলার পাড়া কলেজ, সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ, নীলফামারী জেলার সদর উপজেলার রামগঞ্জ কলেজ, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই এ জে কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার দোল ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট জেলার আদিদমারী উপজেলার কুমরিরহাট এস সি স্কুল অ্যান্ড কলেজ, নামুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, মহিষাহার স্কুল অ্যান্ড কলেজ, কালিগঞ্জ উপজেলার বারাজান নয়া কলেজ, রংপুর জেলার পীরগাছা উপজেলার টামবুলপুর কলেজ, পীরগঞ্জ উপজেলার মহিয়সী বেগম রোকেয়া কলেজ, মিঠাপুকুর উপজেলার মির্জাপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারী তলা আদর্শ কলেজ।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে একটি জেলা ব্যতীত সকল জেলায় শতভাগ পাস করেনি এমন ১৬ প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad