ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে চাঁদাবাজির প্রতিবাদে রিকশা চালকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
লক্ষ্মীপুরে চাঁদাবাজির প্রতিবাদে রিকশা চালকদের বিক্ষোভ

লক্ষ্মীপুর: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির প্রতিবাদে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা।

রোববার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে  চালকরা এ অবরোধ কর্মসূচি পালন করে।
 
প্রায় এক ঘণ্টাখানেক লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা চালকরা।

পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও কিছু দালাল যখন-তখন অটোরিকশা আটক করে চালকদের কাছ থেকে ২ হাজার থেকে ৩ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। টাকা না দিলে হয়রানি করে।   তাদের গাড়ি পুলিশ লাইন কিংবা অন্য কোথাও আটকে রাখে। এর আগে শনিবার (২২ জুলাই) ভবানীগঞ্জ বাজার থেকে ট্রাফিক পুলিশ ও স্থানীয় একাধিক দালাল ৮টি অটোরিকশা আটক করে পুলিশ বক্সে নিয়ে যায়। পরে দাবিকৃত টাকা পেয়ে অটোরিকশাগুলো ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সেলিম  বক্তব্য দিতে রাজি হননি। তবে মোবাইলে এই কর্মকর্তা টাকা নেয়ার বিষয় অস্বীকার করে দালালদের ওপর দায় চাপিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad