ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাফল্যের সুখস্মৃতি

সর্বোচ্চ চেষ্টায় কখনো পিছপা হইনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
সর্বোচ্চ চেষ্টায় কখনো পিছপা হইনি খালিদ হাসান

আমি খালিদ হাসান। শিক্ষা নগরী ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছি।

আমার এ সাফল্যের পেছনে আমার শ্রদ্ধেয় পিতা-মাতা ও প্রিয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অবদান ছিল অপরিসীম। যদিও অনেকেই বলে, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া অনেক কঠিন।

তারপরেও আমি সাফল্যের জন্য সর্বোচ্চ চেষ্টায় পিছপা হইনি।  

আজ আমি খুবই আনন্দিত। আমার কষ্ট আজ সাফল্যে পরিণত হয়েছে। এখন আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া। এজন্য আমি আবারো কঠোর পরিশ্রমে মনোনিবেশ করতে চাই। আমি সেখানে ইংরেজি বিভাগে ভর্তি হতে চাই।  

আমি সব সময় চেয়েছি আমার বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে। শৈশব থেকেই সেই লক্ষ্য নিয়েই পথ চলেছি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলে এ সাফল্যে আমি আপ্লুত। আমি সবার দোয়া চাই।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad