ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে ইউপি সদস্যসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বেলকুচিতে ইউপি সদস্যসহ আটক ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিকেলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।

আটক ব্যক্তিরা হলেন- রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ও মকিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে শাহ আলম (৪৫), একই গ্রামের মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে জাকির হোসেন (৫৫), মৃত আছের উদ্দিনের ছেলে ফরিদ শেখ (৪৫), আব্দুল আউয়ালের শেখের ছেলে হোসেন শেখ (২২) ও চর মকিমপুর গ্রামেরে মৃত কোবাদ আলীর ছেলে শান্তা মিয়াকে (৩০)।

সাজ্জাদ হোসেন জানান, ওই পাঁচ মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে মাদক সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ জুলাই) গভীর রাতে উপজেলার চর মকিমপুর এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় একটি বাগান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ