ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে পানিতে ডুবে বিএনপি নেতাসহ ২ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
চৌদ্দগ্রামে পানিতে ডুবে বিএনপি নেতাসহ ২ জনের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান (৭০) ও একই এলাকার মো. মানিক (৪৫) নামে দুইজনের মৃ্ত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হন।

রোববার (২৩ জুলাই) বেলা ১২টায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এ দুঘর্টনা ঘটে।

পানিতে ডুবে মারা গেছেন-উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিফুর রহমান এবং একই গ্রামের আবু রশিদ মিয়াজীর ছেলে মো. মানিক।

আহত জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে কচুরিপানা পরিষ্কার করার জন্য চারজন পুকুরে নামলে তারা পানির নিচে তলিয়ে যান। এর মধ্যে আব্দুল আওয়াল নামে একজন উপরে উঠতে পারলেও বাকিরা উঠতে পারেননি।  

এলাকাবাসী পানিতে নেমে তিনজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  দুইজনকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।