ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল বোর্ডে সর্বোচ্চ পাসের হার পটুয়াখালীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বরিশাল বোর্ডে সর্বোচ্চ পাসের হার পটুয়াখালীতে

পটুয়াখালী: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে পটুয়াখালী। ৭৫ দশমিক ৫৭ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে এ জেলা।

এছাড়া ৭৪ দশমিক ৩১ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে ঝালকাঠি, ৭১ দশমিক ৮৩ নিয়ে তৃতীয় ভোলা, ৭০ দশমিক ০১ নিয়ে চতুর্থ স্থানে বরিশাল, ৬৬ দশমিক ৪১ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বরগুনা এবং ৬৩ দশমিক ১৮ শতাংশ পাসের হার নিয়ে সব শেষে রয়েছে পিরোজপুর।

বরিশাল শিক্ষাবোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, ইংরেজিতে একটু খারাপ ফল হওয়ায় সমস্যা হয়েছে।

পটুয়াখালী জেলায় ১০ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৬০৩ জন পরীক্ষায় অংশ নেয়। যারমধ্যে ৮ হাজার ১৩জন উত্তীর্ণ হয়েছে। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৫১জন এবং ছেলেরা ২৮ জন।


বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।