ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় ৪শ’ গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় ৪শ’ গাড়ি শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় ৪শ’ গাড়ি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন।

পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমানে এ রুটে ১২টি ফেরি চলাচল করছে।

রোববার (২৩ জুলাই) দুপুর থেকে এই নৌরুটে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের চাপ বৃদ্ধি পেয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।


 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস রয়েছে। যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। তবে পদ্মার তীব্র স্রোত এবং লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণাবর্তী স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আগে যেখানে এই রুটে যাওয়া আসা করতে দুই ঘণ্টা সময় লাগতো বর্তমানে তা চার ঘণ্টায় গিয়ে দাঁড়িয়েছে।

এছাড়া ফেরিগুলো পুরনো হওয়ায় ধারণ ক্ষমতার সমান লোড নিয়ে চলতে পারে না। সন্ধ্যার পর দুর্ঘটনা এড়াতে এ রুটে ৬টি ফেরি চলাচল করে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।