ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রুমায় গাড়ির ওপর পাহাড় ধসে আহত ১১, নিখোঁজ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
রুমায় গাড়ির ওপর পাহাড় ধসে আহত ১১, নিখোঁজ ৫ রুমায় গাড়ির ওপর পাহাড় ধসে আহত ১১, নিখোঁজ ৫

বান্দরবান: বান্দরবান-রুমা সড়কের বাগান পাড়ায় পাহাড় ধসে পড়ে ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায়  নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচজন।

রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রুমা উপজেলার ওয়াই জংশনের পার্শ্ববর্তী বাগান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ১৯ ইসিবির উপ-অধিনায়ক মেজর ইফতেখার ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, কমপক্ষে পাঁচজন বা তারও বেশি যাত্রী মাটিচাপা পড়ে থাকতে পারেন।

রুমায় গাড়ির ওপর পাহাড় ধসে আহত ১১, নিখোঁজ ৫
প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী রোমেন তঞ্চংগ্যা জানান, সকালে যাত্রী বোঝাই একটি বাস রুমা থেকে বান্দরবান ফিরছিল। পথে বাগান পাড়ার রাস্তা ভাঙা হওয়ায় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ওই স্থান হেঁটে পার হচ্ছিলেন। এসময় পাহাড় ধসে তাদের ওপর পড়লে ১১ জন আহত হন। এছাড়া নিখোঁজ হন অন্তত পাঁচজন।  

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে একটি ইউনিট এবং সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ