ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে হোমিও চিকিৎসক হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ঝিনাইদহে হোমিও চিকিৎসক হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহে হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিন হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের একটি পুকুর থেকে ছুরি ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ২০১৬ সালের ৭ জানুয়ারি সদর উপজেলার বেলেখাল বাজারে ছমির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

পরে ঘাতকরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যা মামলায় গ্রেফতারকৃত শিবির নেতা এনামুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি খাজা ছমির উদ্দিন হত্যার কথাও স্বীকার করেন। তার স্বীকারোক্তি মোতাবেক ওই পুকুরে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।