ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবনের তৃতীয় তলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

রোববার (২৩ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

 

বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অফিস সহকারী মো. আজিজুল হক বলেন, তৃতীয় তলায় একটি বিকট শব্দের আওয়াজ পাই। এরপর থেকে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এটা কারা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

নিরাপত্তা কর্মী নিজাম গাজী বলেন, উপরে ককটেল বিস্ফোরণের শব্দ পেয়েছি। কিন্তু এর বেশি কিছু জানি না।  

বিশ্ব‌বিদ্যালয়ের জনসং‌যোগ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ জানান, তি‌নি ঘটনার সময় বিশ্ব‌বিদ্যালয়ে ছিলেন না। তবে তি‌নি বিশ্ববিদ্যালয়ের স্টাফদের কাছ থেকে শু‌নেছেন প্রশাস‌নিক ভবনের তৃতীয় তলায় ককটেল বিস্ফোরণ হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তি‌নি জানান, এ‌টি প্রক্টরিয়াল ব‌ডির বিষয়।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে কোনো বিষয় দেখিনি। তবে একটা বিকট আওয়াজ হয়েছে বলে জেনেছি।  

বাংলা‌দেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।