ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একদিনেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দিচ্ছে বিআরটিএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
একদিনেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দিচ্ছে বিআরটিএ বিআরটিএ’র সেবা কার্যক্রম পরিদর্শন করছেন মন্ত্রী ওবায়দুল কাদের- ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদনের পর এক দিনেই মটর সাইকেলেরর রেজিস্ট্রেশন দিচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এক্ষেত্রে কেবল নম্বর প্লেট পরে নিতে হবে।

পাবলিক সার্ভিস ডে-২০১৭ উপলক্ষ্যে সারাদেশে জাতীয়ভাবে সেবাটি দিচ্ছে বিআরটিএ। ঢাকায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে চলছে এ কার্যক্রম।

বিআরটিএ এর কর্মকর্তা মাসুদ আলম বলেন, রোববার (২৩ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত এ ওয়ান স্টপ সেবা দেওয়া হবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাংক বুথ বসিয়ে টাকা জমা নেওয়া হচ্ছে। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্নের পর দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস। এতে বেশ সাড়া পড়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ইইউডি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ