ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কারা দখল করে কেন করে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
কারা দখল করে কেন করে কারা দখল করে কেন করে

ঢাকা: রাজধানীতে কাগজপত্রে ৪৩টি খালের কথা উল্লেখ থাকলেও দখল-দূষণে বেশির ভাগ খালই হারিয়ে গেছে। এসব খাল দখল করেছেন ১০ হাজার ৫১৫ জন। তারা খালের শতকরা ৬০-৮০ ভাগ জমি দখল করেছেন।

এ ছাড়াও দখলবাজের তালিকায় রয়েছে সরকারের কিছু প্রতিষ্ঠানও। হাজারীবাগ খালের সবটুকুই চলে গেছে ব্যক্তি মালিকানায়।

 

২০১৩ সালের অক্টোবরে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজাউল করিমের (আইন) নেতৃত্বে গঠিত খাল দখল সম্পর্কিত ছয় সদস্যের কমিটির এক প্রতিবেদনে দখলদারদের চিহ্নিত করে সরকারের কাছে তা জমা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, খালের ওপর যেখানে সেখানে পানি সরবরাহের নামে বক্স-কালভার্ট, কালভার্ট ও রাস্তা নির্মাণ করায় বেশির ভাগ খাল দ্রুত দখল হয়েছে, যা দখলকারীদের জন্য পোয়াবারো হয়েছে। প্রতিবেদনে প্রতিটি খালের দখলদারদের তালিকা দিয়ে বলা হয়, রাজধানীর খালগুলো ১০ হাজার ৫১৫ জন ব্যক্তি ও কিছু প্রতিষ্ঠান দখল করেছে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।