ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল আদালতের ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বরিশাল আদালতের ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার বরিশাল আদালতের ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার

বরিশাল: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে নাজেহালের ঘটনায় বরিশালে আদালতে দায়িত্ব পালনকারী ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে শনিবার (২২ জুলাই) রাতে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক।

তবে গত ১৯ জুলাই (বুধবার) বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনকে কোর্ট হাজতে নেয়ার সময় এসব পুলিশ সদস্যদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা পুলিশের কাছ থেকে কিছুই জানা যায়নি।



এদিকে একটি সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া পুলিশের সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) নিরিপেন দাশ, এটিএসআই শচীন ও মাহবুব ও কনস্টেবল জাহাঙ্গীর, হানিফ ও সুখেন।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/জিপি

** ভালো কাজের উদ্যোগে মহল বিশেষের ক্ষোভ
** আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে সেই বাদীর বিরুদ্ধে!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।