ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা (আশুলিয়া): আশু‌লিয়ার গোরাট এলাকার ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২২ জুলাই) রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পাচঁটি ঝুটের গোডাউন পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বুট্টুমিয়ার ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের আগুন পাশ্ববর্তী আক্তার, সাইফুল, হাসেম মিয়াসহ আরও একটি গোডাউনে আগুন ছড়িয়ে পরে। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

‌ডিই‌পিজেড ফায়ার সা‌র্ভিসের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার আব্দুল হামিদ বিষয়‌টি বাংলানিউজকে নি‌শ্চিত করেন।

তিনি বলেন, তিনটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ড্যাম্পিং কাজ চলছে। সরু সড়ক ও আশপাশের কোথাও পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেতে হয়েছে।

যেহেতু গোডাউনে প্রচুর ঝুট রয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। এ ঘটনায় পাচঁটি গোডাউন পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।