ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীমান্ত প্রশিক্ষণে বেনাপোলে বিএসএফ প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
সীমান্ত প্রশিক্ষণে বেনাপোলে বিএসএফ প্রতিনিধি দল সীমান্ত প্রশিক্ষণে অংশ নিতে বেনাপোলে বিএসএফ প্রতিনিধি দল

বেনাপোল (যশোর): বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশ নিতে ভারতের বর্ডার ফোর্স সিকিউরিটির (বিএসএফ) ২৬ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। 

চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ১০ দিনের এ যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।  

শনিবার (২২ জুলাই) বিকেলে ভারতীয় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছান।

 

বিএসএফের ডিসি সঞ্জয় কুমার বর্মের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধি দলে ১০ জন কর্মকর্তা ও ১৬ জন সদস্য রয়েছেন।  

ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছালে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান  ৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল হক ও কুষ্টিয়া ৫৮ ব্যাটালিয়ন বিজিবি’র টুআইসি মেজর জসিম উদ্দিন।  

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে দু’দেশের যৌথ প্রচেষ্টায় মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশুপাচার বন্ধের লক্ষ্যে এ উচ্চতর প্রশিক্ষণের আয়াজন করা হয়েছে।  

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার  আব্দুল ওয়াহাব বাংলানিউজকে জানান, প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দল আগামী ০৪ আগস্ট বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এজেডএইচ/জিওয়াই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।