ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় পাবলিক সার্ভিস দিবস রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
জাতীয় পাবলিক সার্ভিস দিবস রোববার

ঢাকা: নানা কর্মসূচির মধ্যদিয়ে রোববার (২৩ জুলাই) দেশের সরকারি সংস্থাগুলো প্রথমবারের পালন করবে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। যদিও জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিবছর ২৩ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত আসছে।

জাতীয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে সরকার ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হতে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের স্বীকৃতি দান এবং পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সরকারি কর্মচারীরা আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।