ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেগমগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বেগমগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে মাদকসহ শেখ ফরিদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চৌমুহনীর কালাপোল সংলগ্ন সেবা কলোনীতে থেকে তাকে ‍আটক করা হয়। শেখ ফরিদ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টুমচরের আবদুল মতিনের ছেলে।


 
জেলা ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কালাপোল সংলগ্ন সেবা কলোনীতে পুলিশ অভিযান চালায়। এসময় শেখ ফরিদ বাড়িতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল, সাড়ে ছয় কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ তাকে ‍আটক করা হয়।

এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। রোববার (২৩ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ‍জুলাই ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।