ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বরিশালে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান শুরু বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলেক্ষে র‌্যালি-ছবি-বাংলানিউজ

বরিশাল: ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’ এই স্লোগানে বরিশালে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 

এ উপলেক্ষে শনিবার (২২ জুলাই) সকালে বরিশাল নগরের সার্কিট হাউজ মিলনায়তনের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

পরে বেলা ১২টায় নগরের মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সামাজিক বন বিভাগ, জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।  

এতে বিশেষ অতিথি ছিলেন কোস্টাল অঞ্চলের বন সংরক্ষক গোবিন্দ রায়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওমর আলী শেখ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলাম উকিলসহ অন্য কর্মকর্তারা।  

বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত বৃক্ষমেলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টি স্টল রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।