ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে লরিচাপায় শিশুসহ একই পরিবারের নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
সিরাজগঞ্জে লরিচাপায় শিশুসহ একই পরিবারের নিহত ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় লরিচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের এক নারী আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের কোরাব আলীর ছেলে রওশন আলম সাদ্দাম (৩৫), তার দুই শিশু জিয়াম (৭) ও তামিম (২)।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত সাদ্দামের স্ত্রী জলি (৩২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তারা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে বগুড়াগামী একটি লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হন ওই পরিবারের নারী সদস্য। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক জলিল ও হেলপার শাকিলকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭, আপডেট: ২১১৬ ঘণ্টা
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।