ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে মাদক বিরোধী র‌্যালি-মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
কুড়িগ্রামে মাদক বিরোধী র‌্যালি-মানববন্ধন কুড়িগ্রামে মাদক বিরোধী র‌্যালি-মানববন্ধন

কুড়িগ্রাম: ‘যুব সমাজের অবক্ষয় রোধে মাদকমুক্ত সমাজ গড়ি’- এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে মাদক বিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে অবক্ষয় প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন সংগঠন এবং সদর হাসপাতাল পাড়া বহুমুখী সমবার সমিতি।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শেখ রিয়াজুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আহসান শামীম জিল্লুর রাইন, সদস্য গোলাম মোস্তফা, সোহেল হোসনাইন কায়কোবাদ, স্থানীয় বাসিন্দা সবেবর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে মাদকের ভয়াবহ ব্যবহার ও তা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে যুব সমাজসহ আগামী প্রজন্ম মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হয়ে যাবে।
পরে মাদক বিরোধী একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।