ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে শতাধিক বেল জাল ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
লক্ষ্মীপুরে শতাধিক বেল জাল ধ্বংস বেল জাল

লক্ষ্মীপুর: স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ রক্ষায় লক্ষ্মীপুরে শতাধিক বেল জাল (মশারি জালের মাছ ধরার ফাঁদ) জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল কেটে ও ডুবিয়ে ধ্বংস করা হয়। 
 

শনিবার (জুলাই ২২) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন খাল ও নদীতে অভিযান চালানো হয়। জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহর নেতৃত্বে দেশীয় মাছ রক্ষা অভিযানে অংশ নেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র পরিচালক সুনীল ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ।



জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ জানান, জেলার বিভিন্ন স্থানে জলাশয়ে বেল জাল বসিয়ে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করছে কিছু অসাধু মৎস্যজীবী। এতে করে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ অনেকটাই বিলুপ্তির পথে। এসব মাছ সংরক্ষণে শতাধিক বেল জাল ধ্বংস করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন কল্পে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad