ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ

ঢাকা: রাজধানীর মৌচাক থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া এক পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম আশিকুর রহমান (২৮)। 

শনিবার ( জুলাই ২২) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসে রমনা থানা পুলিশ। পরে তাকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ জানান, আশিকুর রহমান রাজারবাগ পুলিশ লাইনে ২নং কোম্পানিতে কনেস্টেবল হিসাবে কর্মরত। বিকেলে লাব্বাইক পরিবহনের একটি গাড়ি থেকে মৌচাক মোড়ে তাকে অচেতন অবস্থায় নামিয়ে দেয়া হয়। ধারণা করা হচ্ছে চলন্ত গাড়িতে সে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলো। তার সঙ্গে টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি।  

পুলিশের পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত হওয়া গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।