ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে হিটস্ট্রোকে রেল কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
কমলগঞ্জে হিটস্ট্রোকে রেল কর্মচারীর মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলস্টেশনের ভানুগাছ আউটার সিগন্যালের কাছে পাথর নামানোর সময় হিটস্ট্রোকে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম- মিজানুর রহমান (২৫), বাবা মারিক মিয়া। তিনি শমসেরনগর রেল কলোনিতে বসবাস করতেন।

তিনি রেলের কিম্যান ছিল।

এলাকাবাসী ও সঙ্গের লোকজন জানান, শনিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার  সময় শমসেরনগর রেলস্টেশনের ভানুগাছ আউটার সিগন্যাল বড়চেক গ্রামের পাশে রেলের পাথর গাড়ি থেকে পাথর নামাতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মিজানুর। এসময় সঙ্গে থাকা লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কর্মচারী নয়ন রেলী বাংলানিউজকে বলেন, প্রচণ্ড রোদে কাজ করার সময় অজ্ঞান হয়ে পড়ে গেলে তারা তাকে (মিজানুর রহমান) হাসপাতালে পাঠান।  

শমসেরনগর স্টেশন মাস্টার কবির আহমেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ