ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে জঙ্গি আস্তান‍া সন্দেহে বাড়ি ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
গাংনীতে জঙ্গি আস্তান‍া সন্দেহে বাড়ি ঘেরাও গাংনীতে জঙ্গি আস্তান‍া সন্দেহে বাড়ি ঘেরাও

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দির আখ সেন্টার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি দোতলা বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১১টা থেকে শতাধিক পুলিশ ঘিরে রেখেছে বাড়িটি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির মালিক মিসকাত আলী সৌদি প্রবাসী।

১০/১২ বছর থেকে তিনি দেশের বাইরে থাকেন। বাড়িটিতে প্রবাসীর ছেলে-মেয়ে ছাড়াও কয়েকটি পরিবার ভাড়া থাকেন। তবে তার স্ত্রী মারা গেছেন বলে জানা গেছে।

পুলিশ সুপার আনিছুর রহম‍ান জানান, জঙ্গি সন্দেহে বাড়ির মালিকের ছেলে হাসিবুর রহমান হাসিবকে আটক করা হয়েছে। তিনি স্নাতক শ্রেণিতে পড়েন।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ওই বাড়িটির ভেতরে ঢুকে দুই শিশুসহ দুই নারীকে বের করে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলেছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৭/আপডেট:১১৫০  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।