ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে ১৬ কেজি গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
মেহেরপুরে ১৬ কেজি গাঁজা উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী ধলা গ্রামের একটি বাঁশবাগান থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কাথুলী বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার গোবিন্দ শাহার নেতৃত্বে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।

গোবিন্দ শাহা বাংলানিউজকে জানান, ধলা গ্রামের ডুবুরিপাড়ার মৃত রেজাউল হকের বাঁশবাগানে মাদক বিক্রেতারা গাঁজা মজুদ করছিল।

খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গাঁজা ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত গাঁজা কুষ্টিয়া সেক্টর কমান্ডে জমা দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।