ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কাজিপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
কাজিপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২ 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ বাসযাত্রী আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) ভোরে ধুনট-কাজিপুর কুড়িগ্রাম থেকে ঢাকাগামী  সড়কের রৌহাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেলেও অপরজন অজ্ঞাত।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ডু বাংলানিউজকে জানান, মহাসড়কে যানজটের কারণে কুড়িগ্রাম থেকে  ঢাকাগামী সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস শেরপুর হয়ে ধুনট-কাজিপুর আঞ্চলিক সড়ক দিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।  

শনিবার ভোরে বাসটি সোনামুখী রৌহাবাড়ী এলাকায় পৌঁছ‍ালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও অন্তত ৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।  

এদিকে খবর পেয়ে কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম দ‍ুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।