ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুমেক স্টাফ কোয়ার্টার থেকে অপহৃত দুই শিক্ষার্থী উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
খুমেক স্টাফ কোয়ার্টার থেকে অপহৃত দুই শিক্ষার্থী উদ্ধার খুমেক স্টাফ কোয়ার্টার থেকে অপহৃত দুই শিক্ষার্থী উদ্ধার

খুলনা: বাগেরহাট থেকে অপহরণের ১০ ঘণ্টা পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) স্টাফ কোয়ার্টার থেকে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজের বাবুর্চি মো. দুলাল হাওলাদারের (৪৫) বাসা থেকে সোনাডাঙ্গা থানা পুলিশ তাদের উদ্ধার করে।

এ ঘটনায় মো. দুলাল হাওলাদারসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃত বাকি দুজন হলেন, তাওহিদুল ইসলাম নয়ন (২৮) ও রুবেল (২৮)। তারা দুজনই মোড়েলগঞ্জের বাসিন্দা।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক রাত ১২টা ৪২ মিনিটে বাংলানিউজকে বলেন, এই  চক্রটি আল শাহরিয়ার ও সাবিনা আফরিন নামের দুইজন কলেজ শিক্ষার্থীকে আপহরণ করে আটকে রেখে তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করেছিলো।  

বিষয়টি পুলিশ জানতে পেরে রাত ১০টার দিকে তাদের উদ্ধারসহ জড়িত তিনজনকে আটক করে।  ওসি জানান, আটক তিনজনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা,  জুলাই ২২, ২০১৭
এমআরএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad