ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাওনা টাকা চাওয়ায় চা বিক্রেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
পাওনা টাকা চাওয়ায় চা বিক্রেতা খুন

বাগেরহাট: ফকিরহাটে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে খুন হয়েছেন তাজউদ্দিন মোড়ল (৪৫) নামে এক চা বিক্রেতা। শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তাজউদ্দিন মোড়ল ফকিরহাট উপজেলার সিংগাতি গ্রামের আহমেদ হাকিম মোড়লের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংগাতি মোড়ে চা বিক্রেতা তাজউদ্দিন মোড়ল একই গ্রামের সজল শেখের কাছে পাওনা ৩৫ টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়।

এক পর্যায়ে সজল শেখ বাঁশ দিয়ে তাজউদ্দিনের মাথায় আঘাত করেন।  

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর‍া হলে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি আবু জাহিদ।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা,  জুলাই ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।