ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজারহাটে নদীভাঙন প্রতিরোধে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
রাজারহাটে নদীভাঙন প্রতিরোধে মানববন্ধন নদীভাঙন প্রতিরোধে মানববন্ধন-ছবি-বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙন প্রতিরো‌ধে দ্রুত কার্য্করী ব্যবস্থা গ্রহণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনুষ্ঠিত হয়ে‌ছে।

শুক্রবার (২১ জুলাই) বি‌কেল ৫টায় 'আমরা উপজেলাবাসী'র উদ্যো‌গে রাজারহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন ‌শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এ সময় বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি হবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়, আমরা রাজারহাট উপজেলাবাসীর উদ্যোক্তা তহিদুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad