ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ামতপুরে মারা পড়লো ১৮টি গোখরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
নিয়ামতপুরে মারা পড়লো ১৮টি গোখরা

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী গ্রামের মোরশেদুল ইসলামের শোবার ঘর থেকে ১৮টি গোখরা সাপ মারা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত থেকে শুক্রবার (২১ ‍জুলাই) রাত পর্যন্ত ঘর থেকে সাপগুলো একে একে মারা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোরশেদুল আলমের স্ত্রী জোছনা বেগম ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে ছিলেন।

এসময় তিনি পায়ের নিচে ঠাণ্ডা কিছু অনুভব করলে লাইট জ্বালিয়ে একটি সাপের বাচ্চা দেখতে পান। পরে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এসে ঘরের আসবাবপত্রের ভেতর থেকে নয়টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে মেরে ফেলেন। এরপর শুক্রবার ঘরের মেঝে ও দেয়াল খুঁড়ে আরও নয়টি গোখরা সাপ উদ্ধার করে মেরে ফেলা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।