ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জীবননগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
জীবননগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মা ও ছেলে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

দগ্ধরা হলেন-গৃহবধূ হাবিবা সুলতানা (৩৫) ও তার ছেলে তানভীর আহমেদ (১৪)।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নতুন গ্যাস সিলিন্ডার সংযোজন করার কিছুক্ষণ পর তা আকস্মিক বিস্ফোরিত হয়। এতে  গৃহবধূ হাবিবা সুলতানা ও তার ছেলে তানভীর আহমেদ গুরতর আহত হন। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাত‍ালে ভর্তি করেন।

সেখানে দায়িত্বরত চিকিৎসক কানিজ নাঈমা বাংলানিউজকে জানান, তানভীরের শরীরের ৫০ শতাংশ ও হাবিবা খাতুনের শরীরের ৪০ শতাংশ ঝলসে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।