ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাপাড়ায় লবণসহিষ্ণু পাটের লাইন নিয়ে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
কলাপাড়ায় লবণসহিষ্ণু পাটের লাইন নিয়ে মতবিনিময় কলাপাড়ায় লবণসহিষ্ণু পাটের লাইন নিয়ে মতবিনিময়/ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: দক্ষিণাঞ্চলে ফসলের উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবিত লবণসহিষ্ণু কতিপয় পাটের লাইনের ওপর মতবিনিময় সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে কলাপাড়ায় এই প্রথমবারের মতো উদ্বোধন করা হয় পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র।

শুক্রবার (২১ জুলাই) কলাপাড়ার পাখিমারা পাট গবেষণা উপ-কেন্দ্রের মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই মহাপরিচালক ড. মঞ্জুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, কৃষি সম্প্রসারণ অধিদফতর পটুয়াখালীর উপ-পরিচালক নজরুল ইসলাম মাতুব্বর।

সভাপতিত্ব করেন বিজেআরআই’র পাট ও পাট জাতীয় ফসলের কৃষিপ্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. চন্দন কুমার সাহা, পরিচালক প্রশাসন ড. এসএম মাহাবুব আলী, চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, সমাজসেবক আব্দুর রহমান প্রমুখ।

উদ্ভাবিত নতুন জাতের পাটচাষিদের মধ্যে বক্তব্য রাখেন সাবিত্রি রানী ও শাহ আলম। পরে চাষিদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

কলাপাড়া পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল আল হাসান জানান, এখানে পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ বিক্রয় কেন্দ্রটিতে পাটজাত সব ধরনের সামগ্রী পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।