ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানের জলে ভেসে গেছে ফুলগাজীর ৮শ’ পুকুরের মাছ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
বানের জলে ভেসে গেছে ফুলগাজীর ৮শ’ পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে ফুলগাজীর পুকুরের মাছ-ছবি-বাংলানিউজ

ফেনী: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বানের জলে ভেসে গেছে ফেনীর ফুলগাজী উপজেলার ৮শ’ পুকুরের মাছ। 

উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ভারী বর্ষণে উপজেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, পুর্ব ঘনিয়া মোড়া, পশ্চিম ঘনিয়া মোড়া, সাহাপাড়া, দেড়পাড়া, নিলক্ষী, গোসাইপুর গ্রামের ৮শ’ পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হেক্টর মৎস্য এলাকার ৪ শতাধিক লোকজনের।

 

তিনি জানান, মাছের ক্ষতির আনুমানিক পরিমাণ ৪শ’ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, পুকুরের পাড়সহ অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় ৮০ লাখ টাকার।  

উপজেলার ঘনিয়া মোড়া এলাকার মাছ চাষি আবদুর রউপ বাংলানিউজকে জানান, তিনি তিনটি পুকুরে মাছের চাষ করতেন। বানের পানিতে পুকুরের সব মাছ ভেসে গিয়েছে।  

উপজেলার একাধিক মাছ চাষি জানান, বৃষ্টি যদি এভাবে অব্যাহত থাকে তাহলে উপজেলার অধিকাংশ পুকুরের মাছই ভেসে যাবে। ক্ষতির সম্মুখীন হবে সাধারণ মাছ চাষিরা।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭ 
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।