ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে কুকুরের কামড়ে আহত ৬৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
মানিকগঞ্জে কুকুরের কামড়ে আহত ৬৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জে কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৬৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত আহত রোগীরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন মানিকগঞ্জ শহরের বেওথা, জয়রা, ঢাকুলী, মুলজান, মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড সেওতা ও উকিয়ারা এলাকার বাসিন্দা।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটি পাগলা কুকুরের কামড়ানো মোট ৬৩ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আতঙ্কের কিছু নেই। আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। সবাই ভ্যাকসিন ইনজেকশন নিয়ে ঘরে ফিরে গেছেন।

তবে কুকুরে কামড়ালে নিয়মিত ইনজেকশন নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।