ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবালয়ে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
শিবালয়ে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে থানা পুলিশ।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ইলিয়াস কাঞ্চন রনি (৩৫)। তিনি পেশায় একজন আইনজীবী বলে জানা গেছে।

 

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামনদি এলাকার শরিফুল ইসলামের ছেলে রনি।

শুক্রবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে নিহতের মরদেহ তার মামা গোলাম রসূলের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকাল পৌনে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।  

বরংগাইল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে মেহেরপুর যাওয়ার পথে শিবালয়ের আড়পাড়া নাম এলাকায় সাকুরা পরিবহনের সঙ্গে সংঘর্ষে মারা যান রনি।

একই দুর্ঘটনায় আহত হন শিশু ও নারীসহ আরও ৬ জন। দুপুরের দিকে রনির পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে নিহত রনির মামা মরদেহ প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যান। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান ইয়ামিন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।