ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
মেহেরপুরে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ব্যবসায়ী আটক

মেহেরপুর: বিদেশি রিভলবার, দু’টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

আটক ব্যবসায়ীরা হলেন-গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের ইসমাইল হোসেনের ছেলে ভিলা হক (২৮) ও একই গ্রামের রফেজ উদ্দীনের ছেলে শফিউল ইসলাম (৪০)।

শুক্রবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামের কাদের মোল্লার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

উপ পদির্শক (এসআই) মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, ভারত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে সীমান্ত পেরিয়ে কাজীপুর-বামন্দী রাস্তা হয়ে দু’জন অস্ত্র ব্যবসায়ী বাইসাইকেলে করে আসছে এমন সংবাদের ভিত্তিতে  সেখানে আগে থেকে অবস্থান নেয় পুলিশ। একপর্যায়ে তারা সেখানে এলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় ভিলুর কোমর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিনগুলো পাওয়া যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, অস্ত্র ব্যবসায়ীদের গাংনী থানায় নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়া তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার (২২ জুলাই) মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।