ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে তিন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
ময়মনসিংহে তিন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা ময়মনসিংহে তিন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহ: ফরমালিন মেশানো, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি ও অনুমোদিত আকারের চেয়ে ছোট আকারের মাছ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ময়মনসিংহে তিন মৎস্য ব্যবসায়ীকে নয় হাজার ৪’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ জুলাই) সকালে নগরীর সানকিপাড়া, মেছুয়া বাজারসহ কয়েকটি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম।

বিকেলে জেলা প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছে ফরমালিন ব্যবহার বন্ধ করাসহ মৎস্য আইন মানা বিষয়ক নানা কার্যক্রম তদারকি করতেই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময় ১৮১৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।