ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জনদুর্ভোগ দূর করতে বগুড়ায় ফুটপাত নির্মাণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
জনদুর্ভোগ দূর করতে বগুড়ায় ফুটপাত নির্মাণ

বগুড়া: জনদুর্ভোগ দূরীকরণে বগুড়া পৌরসভা শহরের সাতমাথায় ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
 

শুক্রবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য এএইচ আজম খান, পৌরসভার প্রকৌশলী আবু জাফর মো. রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।


 
শহরের প্রাণকেন্দ্র সাতমাথাস্থ মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে শুরু করে টেম্পলরোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনের কালভার্ট পর্যন্ত ফুটপাত নির্মাণ করা হবে। পাশাপাশি সাতমাথার জলাবদ্ধতা দূর করতে ড্রেনগুলো পরিষ্কার ও উন্মুক্ত রাখা হবে।
 
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।