ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে ইডেন ছাত্রীদের বিক্ষোভ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে ইডেন ছাত্রীদের বিক্ষোভ  ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে এবার রাজধানীর আজিমপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। 

শ‍ুক্রবার (২১ জুলাই) সকাল থেকেই কলেজের সামনে বিক্ষোভ করেন ছাত্রীরা। এ সময় হাতে বিভিন্ন ফেস্টুন নিয়ে তাদের নানা স্লোগান দিতেও শোনা যায়।

 
 
আন্দোলরত শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এতে সেশনজটের শিকার হচ্ছেন রাজধানীর সাতে কলেজের শিক্ষার্থীরা।  

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী বাংলানিউজকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত থাকাকালেও যেসব সুযোগ-সুবিধা মিলতো তাও এখন পাওয়া যায় না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হচ্ছে না পরীক্ষার রুটিন।  

একই দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান আন্দোলনরত ছাত্রীরা। বিক্ষোভ মিছিলে তারা ইডেনকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।