ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঁচানো গেলো না ‘রাজলক্ষ্মী’কে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
বাঁচানো গেলো না ‘রাজলক্ষ্মী’কে মাটিতে পড়ে আছে রাজলক্ষ্মীর নিথর দেহ- বাংলানিউজ

মৌলভীবাজার: অবশেষে সবার প্রচেষ্ঠাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়লো ‘রাজলক্ষ্মী’। হাতিটির এমন করুণ মৃত্যুতে স্তব্ধ এলাকার সবাই।

‘রাজলক্ষ্মী’কে শ্রীমঙ্গলেই মাটি দেওয়া হবে বলে জানিয়েছেন হাতিটির মালিক সিরাজুল ইসলাম।

বাংলানিউজকে তিনি বলেন, আমাদের পরিবারের শেষ সম্বল রাজলক্ষ্মীকে শ্রীমঙ্গলেই মাটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জায়গার সন্ধান দেবেন।

এদিকে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জেন ডা. মো. আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, হঠাৎ করে বৃহস্পতিবার (২০ জুলাই) রাত থেকে রাজলক্ষ্মী অবস্থা খারাপ হতে থাকে। সকাল দশটা ৪০ মিনিটের দিকে সে মারা যায়।

সিরাজুল আরো বলেন, ঢাকা থেকে একটি মেডিকেল টিম আসার কথা। ওনারা শ্রীমঙ্গল এসে পৌঁছালে হাতির ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করার পর তাকে মাটি দেওয়া হবে।

গত শুক্রবার (১৪ জুলাই) গভীর রাতে একটি সার্কাস গ্রুপের লোকজন ব্রাহ্মণবাড়ীয়া থেকে ট্রাকে করে এই হাতিটিকে শ্রীমঙ্গল নিয়ে এসে গরু-মহিষ হাটের উঁচু জায়গাটিতে মৌলভীবাজার রোডের পাশে নামিয়ে দেয়। নামানোর সময় হাতিটি পায়ে প্রচণ্ড ব্যথা পায়। এরপর হাতিটিকে বাঁচাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও শেষরক্ষা হলো না।

সংকটাপন্ন ‘রাজলক্ষ্মী’র চোখজুড়ে পানি
রাজলক্ষ্মীর অবস্থা অপরিবর্তিত
‘রাজলক্ষ্মীর পরম সেবায় নাইওর মিয়া

নড়াচড়া করছে ‘রাজলক্ষ্মী’
সুস্থ হয়ে উঠবে তো ‘রাজলক্ষ্মী’?

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।