ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হজযাত্রীদের বাড়তি টাকা দিতে হবে না: ধর্মমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
হজযাত্রীদের বাড়তি টাকা দিতে হবে না: ধর্মমন্ত্রী ছবি: সুমন শেখ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভুলে হজ প্যাকেজে যুক্ত বাড়তি তিন হাজার টাকা এবার হজযাত্রীদের দিতে হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। 

তিনি বলেছেন, এবার বাড়তি প্লেন ভাড়ার টাকা প্রধানমন্ত্রী বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই এবার এ টাকা দিতে হবে না।

 

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর আশকোনা হজক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন ধর্মমন্ত্রী। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।  

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, কোনো এজেন্সির পক্ষ থেকে এখনও বাড়তি ৩ হাজার টাকা নেওয়া হয়নি। যদিও কেউ নিয়ে থাকে তাহলে তা ফেরত দেওয়া হবে।  

এর আগে  হজ প্যাকেজে অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করে গত ৬ জুলাই নির্দেশনা দেওয়া হয়। যদিও হজ প্যাকেজে এমন কিছু দেওয়া ছিলো না!

এ নিয়ে গত ৮ জুলাই ‘বিমানের ভুলের মাশুল গুনছেন ৬০ হাজার হজযাত্রী!’ শীর্ষক বাংলানিউজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।  

সেখানে বলা হয়, বিমান কর্তৃপক্ষের ভুলের কারণে আইও ট্যাক্স বাদ পড়েছিলো হজ প্যাকেজে। পরে ৫ জুলাই এজেন্সিগুলোকে চিঠি দিয়ে আইও ট্যাক্স বাবদ ১ হাজার টাকা ও ভাড়া বাবদ আরও ২ হাজার টাকা দেওয়ার বিষয়ে নির্দেশনা দেয় বিমান।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসআইজে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।