ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
নীলফামারীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০৫

নীলফামারী: নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (২১ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার জাকির হোসেন খান।

গ্রেফতারকৃতদের মধ্যে বিচারাধীন মামলার ১৬ জন, সাজাপ্রাপ্ত ৫, পুলিশ আইনের ২৪ ধারায় ৮, ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় ২ ও  মাদক আইনে ৭৪ জন রয়েছেন।

এছাড়াও অভিযানে ৬৪ পুরিয়া হেরোইন, ১ হাজার ৪৬৭ গ্রাম গাঁজা, ১৩৩ পিস ইয়াবা, ৮৬.৫ লিটার দেশি চোলাই মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, ডোমার ও সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমানসহ স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৬৫টি মামলা রয়েছে।   মাদকের বিরুদ্ধে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।