ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতখানে মেঘনায় জেলে অপহরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
দৌলতখানে মেঘনায় জেলে অপহরণ

ভোলা: ভোলার দৌলতখানে মেঘনায় লতিফ মাঝি (৩৫) নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা।

শুক্রবার (২১ জুলাই) ভোরে মেঘনার সালাউদ্দিনের চর নামক এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত লতিফ উপজেলার চর খলিফা ইউনিয়নের বাসিন্দা।

আড়তদার সূত্র জানায়, প্রতিদিনের মতো লতিফ মাঝিসহ অন্য জেলেরা মেঘনায় মাছ শিকার করছিল। এসময় একদল দস্যু জেলেদের চারদিকে থেকে ঘিরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ লতিফকে অপহরণ করে নিয়ে যায়। এসময় ট্রলারে থাকা অন্য জেলেদের নদীর তীরের কাছাকাছি রেখে যায়। পরে স্থানীয় ইলিশা সংলগ্ন মেঘনায় ট্রলার ফেলে শুধু লতিফকে নিয়ে যায় দস্যুরা।

ঘাটের আড়তদার মো. কামাল বাংলানিউজকে জানান, অপহৃত জেলেকে ছাড়িয়ে আনতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দস্যুরা।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট বোরহান বাংলানিউজকে বলেন, অপহৃত জেলেকে উদ্ধারে কোস্টগার্ডের দু’টি দল পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।