ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
মুন্সীগঞ্জে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের পূর্ব নয়াগাঁও এলাকা থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মোজাম্মেল ফিশিং নেট থেকে এ জাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বাংলানিউজকে বলেন, মৎস্য সপ্তাহ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা নয়াগাঁও এলাকায় অভিযান চালাই।

এসময় মোজাম্মেল ফিশিং নেট থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জালের আনুমানিক দাম ১ লাখ টাকা।

এসময় কারখানায় থাকা মো. মোজাম্মেলের স্ত্রী পারভীন বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিয়ুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।