ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা হয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা হয়নি মূল প্রশ্নপত্র

ঢাকা: কৃষি ব্যাংকের র্কমর্কতা পদে নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। এরই মধ্যে অভিযোগ আসে প্রশ্নপত্র ফাঁসের। তবে ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা হয়নি বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত থেকেই প্রশ্নফাঁসের অভিযোগ শোনা যায়। ১ ঘণ্টার পরীক্ষার ১০০টি প্রশ্নের উত্তরই দেওয়া ছিল।

তবে এই প্রশ্নে পরীক্ষা হয়নি বলে নিশ্চিত করেছেন শিক্ষার্থীরা।

সকাল থেকেই পরিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলেন। তবে পরীক্ষা শুরু হলে বোঝা যায়, বিভিন্ন অংকের অর্থের বিনিময়ে যে প্রশ্নগুলো বিক্রি করা হয়েছে, সেগুলো সঠিক নয়।

স্বস্তি প্রকাশ করেছেন পরিক্ষার্থীরা।

** কৃষি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এমএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad