ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
মাধবপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে অপহরণ মামলার পলাতক আসামি ফয়জুল্লাহ মিয়া (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) ভোরে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়জুল্লাহ কুমিল্লা জেলার দেবীদ্বার থানার আব্দুল হকের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, ২৯ জুন থাই গ্লাস ফিটিংয়ে কাজ দেওয়ার কথা বলে ফোনে যোগাযোগ করে মাধবপুর পৌর এলাকার মনির নামে এক যুবককে কুমিল্লার দেবিদ্বারে নিয়ে যান ফয়জুল্লাহ। সেখানে নিয়ে তাকে আটকে রেখে তার পরিবারের কাছে দু’লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দু’দিন পর পুলিশ অভিযান চালিয়ে মনিরকে দেবীদ্বার থেকে উদ্ধার করে। পরে মনিরের ভাই বাদী হয়ে ফয়জুল্লাহের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।